বার্মিংহামে আহলুল মাহাব্বাহ ইউকের গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৮:০৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
যুক্তরাজ্যে সমাজসেবা, মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠা এবং কমিউনিটি, ইসলাম ও মুসলমানের খিদমতে বিশেষ অবদান রাখার জন্য প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব ও গুণীজনকে সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন আহলুল মাহাব্বাহ ইউকে।
গতকাল ১৮ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ৭ টায় যুক্তরাজ্যের বৃহৎ ইসলামী মারকায বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড অ্যাডুকেশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
আহলুল মাহাব্বাহ ইউকের উপদেষ্টা আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সিরাজাম মুনিরা জামে মসজিদের অন্যতম পরিচালক মাওলানা আবুল হাসানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার, সিরাজাম মুনিরা জামে মসজিদের খতীব, আওলাদে রাসুল, সায়্যিদ শেখ ফাদি যুবা ইবনে আলী।
এতে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব মুতাসসিম আলী সিতু মিয়া, আলহাজ্ব কাজী নানু মিয়া, আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, আলহাজ্ব জসিম উদ্দিন, আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ, মৌলভী মুহাম্মদ মকবুল আলী, আহলুল মাহাব্বাহ ইউকের পরিচালক কারি মুহাম্মদ মাহফুজ ও মুহাম্মদ হানিফ উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আলহাজ্জ মুহাম্মদ আব্দুল মুহিত, আলহাজ্ব এমদাদ হোসাইন, কাজী আলা উদ্দিন, আপ্তাব উদ্দিন ও আঙ্গুর বক্স প্রমূখ।