মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে দুদকের অভিযান
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ৫:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ::
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে স্থানীয় দালালদের সাথে যোগসাজশে গ্রাহক হয়রানির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুদক।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোজাম্মিল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, মঙ্গলবার দুদক সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ হতে এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।এনফোর্সমেন্ট অভিযানকালে দুদক টিম কার্যালয়ে আগত সেবাগ্রহীতাদের সাথে কথা বলে এবং কার্যালয়টিতে সিটিজেন চার্টার মোতাবেক সেবা দেওয়া হয় কি-না তা যাচাই করে। এছাড়াও অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। এনফোর্সমেন্ট টিম অভিযানকালে গ্রাহক হয়রানির বিষয়ে সত্যতা পায়৷ অভিযানে প্রাপ্ত তথ্যাবলির প্রেক্ষিতে টিম কমিশন বরাবর সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোজাম্মিল হোসেন জানান, গতকাল দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ ৬টি অভিযোগের বিষয়ে ২টি অভিযান ও ৪টি দপ্তরে পত্র প্রেরণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।