বিসিএ’র চিফ ট্রেজারার টিপু রহমানের মায়ের দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) এর চিফ ট্রেজারার টিপু রহমানের মাতা জেবুন্নেছা রহমান (৮০) এর জানাযার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার ৯ ফেব্রুয়ারি বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার শমসেরগঞ্জের দৌলতপুর গ্রামে নিজ বাড়িতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
জানাযার নামাজে অংশ নেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি এমএ রহিম সিআইপি, জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর সৈয়দ সেলিম হক, সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের চেয়ারম্যান ইমন মোস্তফা, শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, সিলেট কোর্টের পিপি আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সজিব হাসান, বিলাসের স্বত্বাধিকারী সুহাদ আহমদ প্রমুখ।
উল্লেখ্য, বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি সকাল এগারোটা ৪০ মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি মৌলভীবাজার সদর উপজেলার শমসেরগঞ্জের দৌলতপুর গ্রামের মুক্তিযুদ্ধের সংঘটক আলহাজ মরহুম আইয়ুবুর রহমানের স্ত্রী।
দীর্ঘদিন যাবৎ তিনি বয়সজনিত নানাবিধ অসুস্থতায় ভোগছিলেন। তিনি ৪ পুত্র, ৩ কন্যা সন্তানের জননী। এছাড়া মৃত্যুকালে নাতি নাতনিসহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে গেছেন।