জামিনে মুক্তিই পেলেন বিএনপি নেতা পিপলু
প্রকাশিত হয়েছে : ৫ ফেব্রুয়ারি ২০২৪, ৩:১৫ অপরাহ্ণ
নিজস্ব প্র্রতিবেদক::
প্রায় ৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল হাই পিপলু।
রবিবার (৪ ফেব্রুয়রী) বিকেলে মৌলভীবাজার জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। কারাফটকে বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
কারাগার ফটকে মুক্তি হওয়ার পর তাকে ফুল দিয়ে বরণ করেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাংঠনিক সম্পাদক বকসী মিসবাউর রহমান, জেলা বিএনপির সহ-সম্পাদক ও চেম্বার অফ কমার্সের পরিচালক,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম রিপন,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ,প্রচার সম্পাদক তোফায়েল আহমদ তুয়েল,যুব বিষয়ক সম্পাদক ওহাবুর রহমান রুমেল,ছাত্রবিষয়ক সম্পাদক মোহাইমিনুর রহমান দিপুসহ প্রমুখ।
আব্দুল হাই পিপলু বলেন, বিনা অপরাধে মিথ্যা মামলায় আমাকে কারাগারে আটক রাখা হয়েছিল। হাইকোর্টের আদেশে আজ আমি মুক্তি পেয়েছি। আমাদের অসংখ্য মানুষ আজ দেশের কারাগারগুলোতে নির্যাতনের শিকার হচ্ছেন।
বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য যে আন্দোলনে আমরা ছিলাম, সে আন্দোলনে আমরা আছি।
উল্লেখ্য গত (৮ নভেম্বর) রবিবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান নিজ বাড়ি সামনে থেকে আব্দুল হাই পিপলু কে আটক করে পুলিশ ।