কারামুক্ত বিএনপি নেতা ফখরুল ইসলামের বাসায় নাসের রহমান
প্রকাশিত হয়েছে : ১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪১ অপরাহ্ণ
শহর প্রতিনিধি::
সদ্য কারামুক্ত বিএনপি নেতা ফখরুল ইসলামের বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান।
বুধবার (৩১ জানুয়ারি) রাতে মৌলভীবাজার শহরের দরগাহ মহল্লায় ফখরুল ইসলামের বাস ভবন রেদোয়ান ভিলায় গিয়ে কারামুক্ত হওয়া জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলামের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নাসের রহমান। নাসের রহমান তাঁর শারীরিক অবস্থা এবং পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক।
এসময় এম নাসের রহমান বলেন, গনতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন সংগ্রামে দীর্ঘ প্রায় তিনমাস কারাভোগকারী করেছেন জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম। এই সরকার এমন কোন নিকৃষ্ট কাজ নেই যেটি করেনি। লক্ষ লক্ষ অসহায় ও নিরীহ মানুষ নির্যাতন ও জুলুমের শিকার হয়েছেন।