কারামুক্ত হলেন বিএনপি নেতা ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৪, ৯:২৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
জামিনে মুক্তি পেয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম।
সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে মুক্ত হন তিনি। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, সহ-সম্পাদক আব্দুর রহিম রিপন প্রমুখ নেতৃবৃন্দ।
জানা যায়, এর আগে ২২ জানুয়ারি বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খাইরুল আলমের হাইকোর্ট বেঞ্চ মো. ফখরুল ইসলামের জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী অ্যাডভোকেট জুবায়ের আহমদ।
গত ১০ নভেম্বর মৌলভীবাজার জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলামসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ এসল্ট মামলায় মৌলভীবাজার সদর উপজেলার শমসেরগঞ্জের নিজ বাড়ি থেকে মো. ফখরুল ইসলামকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।