জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৪, ১১:০৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী এবং জিয়া স্মৃতি পাঠাগারের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মৌলভীবাজার জেলা জিয়া স্মৃতি পাঠাগার।
শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সুনিল কুমার দাস। সভাপতিত্ব করেন মৌলভীবাজার জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান। সঞ্চালনা করেন মৌলভীবাজার জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান।
জিয়াউর রহমানের জীবনীর উপর আলোচনা করেন মৌলভীবাজার জিয়া স্মৃতি পাঠাগারের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট বকসি জুবায়ের আহমদ, সহ-সভাপতি মাহবুব ইজদানী ইমরান, সহ-সভাপতি এডভোকেট রুনু কান্ত দত্ত।
আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জিয়া স্মৃতি পাঠাগারের যুগ্ম সম্পাদক এডভোকেট সৈয়দ নেপুর আলী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট নিয়ামুল হক, প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম অভি প্রমুখ।