বাসাইল উপজেলায় দুর্বৃত্তদের হামলায় সিয়াম হাজারী নিহত
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৪, ১১:১৫ অপরাহ্ণ
বাসাইল প্রতিনিধি
বাসাইল উপজেলায় দুর্বৃত্তদের হামলায় সিয়াম হাজারী (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। সিয়াম হাজারী বাসাইল উপজেলাধীন আইসড়া গ্রামের সৈয়দ হাজারীর ছেলে।
শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর ১ ঘটিকার দিকে বাসাইল উপজেলাধীন আইসড়া বাজারে এই হামলার ঘটনা ঘটে। অতপর চিকিৎসাধীন অবস্থায় ১৮/০১/২৪ তারিখে ঐ যুবকের মৃত্যু হয় ।
নিহত সিয়াম হাজারীর চাচাতো ভাই সোহেল হাজারী বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে বাসাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন – আইসড়া গ্রামের অক্ষয় সূত্রধরের ছেলে প্রত্যয় সূত্রধর, একই গ্রামের কার্তিক চন্দ্র সূত্রধরের ছেলে প্রবান্ত সূত্রধর, এবং খন্দকার আতাউরের ছেলে খন্দকার আব্দুল রহমান।
মামলার বাদী ও নিহতের চাচাতো ভাই সোহেল হাজারী অভিযোগ করে বলেন আইসড়া বাজার কমিটির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ছিলাম। নির্বাচনের দিন ভোট কেন্দ্র দখলের চেষ্টায় আসামীগন সেস্থানে পূর্ব থেকে পরিকল্পিত ভাবে অবস্থান নেয়। এবং ভিকটিম সিয়াম হাজারী কে ভোট সেন্টারে যেতে বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়, পরে এক পর্যায়ে খন্দকার আব্দুল রহমান নির্দেশে প্রত্যয় সূত্রধর তাহার হাতে থাকা দা দিয়ে কালাম মিয়ার ডান হাতে আঘাত করে এবং কালাম মিয়ার শরীরে বিভিন্ন স্থানে জখম করে। ঘটনাস্থলে সাধারন জনগন তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলে, প্রবান্ত সূত্রধর তার হাতে থাকা বন্দুক দিয়ে এলোপাতারি গুলি করে । বন্ধুকের গুলি লাগে সিয়াম হাজারীর তল পেটে ,তখন মাটিতে পড়ে যায় সিয়াম হাজারী। আসামীগন ছত্রভঙ্গ হয়ে পরে। সিয়াম হাজারীর শারীরিক অবস্থা আশংকাজনক হলে, তাৎক্ষনিক তাহাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সিয়াম হাজারী চিকিৎসাধীন অবস্থায় ১৮/০১/২০২৪ ইং মৃত্যু হয়।
আইসড়া বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায় পরস্পর পূর্ব শত্রুতার জের ধরিয়া সিয়াম হাজারী কে গুলি করিয়া হত্যা করা হয়েছে ।
বাসাইল থানার অফিসার ইনচার্জ বলেন, ১৮/০১/২০২৪ইং তারিখে অভিযোগ পেয়েছি , সোহেল হাজারী বাদী হয়ে মামলা করেন। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক, আসামী গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত আছে। কাউকে ছাড় দেয়া হবে না।