মৌলভীবাজারে শনিবার ৯ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৪, ৪:৪৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার সদর উপজেলার এলাকায় আগামীকাল শনিবার নয়ঘন্টা বন্ধ থাকবে পল্লী বিদ্যুৎ এর সরবরাহ।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে পবিস এর মৌলভীবাজার জোনাল অফিসের ডিজিএম জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে আগামীকাল ২০/০১/২০২৪ খ্রিঃ তারিখ রোজ শনিবার মৌলভীবাজার ৩৩ কেভি ডাবল সার্কিট লাইনে রাইট অফওয়ে ও রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। উক্ত কাজের জন্য মৌলভীবাজার সদর উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত সকল এলাকায় সকাল ৮:০০ ঘটিকা হতে বিকাল ১৭:০০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।