মৌলভীবাজারের কনকপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৪, ২:৩৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার টু শেরপুর সড়কের দুর্লভপুর এলাকায় সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও শিশুসহ ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, শেরপুর সিএনজি সমিতির সভাপতি আবাস মিয়া (৭০) ও একই এলাকার মধু মিয়া (৬৫)। দুজনের বাড়ি সদর উপজেলার গ্রাম শেরপুর এলাকায়। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ও সিলেট ওসমানি হাসপাতালে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার মডেল থানা ওসি কে এম নজরুল ইসলাম জানান, আজ দুপুর সাড়ে বারোটার দিকে মৌলভীবাজার থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস শেরপুর যাবার পথে দুর্লভপুর এলাকায় একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও ছয়জন আহত হন। পরবর্তী ব্যবস্থা আইনুযায়ী নেয়া হবে।