নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের বন্যা
মৌলভীবাজারে আসছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৪, ৭:২৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
ইতিহাস বলছে স্বাধীনতার পর শ্রীমঙ্গল-কমলগঞ্জ এলাকায় কোন পুর্ণমন্ত্রী ছিলেন না। এবারই প্রথম পুর্নমন্ত্রী পেল শ্রীমঙ্গল- কমলগঞ্জবাসী। পুর্ন মন্ত্রিত্ব পাওয়ায় দুই উপজেলার মানুষের মধ্যে বইচে আনন্দের বন্যা। আর এই আনন্দে মন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তত দুই উপজেলার লাখ লাখ মানুষ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শ্রীমঙ্গল-কমলগঞ্জ নির্বাচনী এলাকা থেকে টানা ৭বারের মতো বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হওয়া ও নানান যোগ্যতার ভিত্তিতে’ আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীরমুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপিকে কৃষি মন্ত্রনালয়ের মন্ত্রিত্ব প্রদান করেন। মন্ত্রী হওয়ার পর এই প্রথম আগামীকাল (১৮ জানুয়ারি) বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকায় আসছেন তিনি। শ্রীমঙ্গল-কমলগঞ্জ নির্বাচনী এলাকার জনগণ সকাল ১১ টায় মুছাইয়ে উপস্থিত হয়ে কৃষি মন্ত্রীকে বরণ করে শ্রীমঙ্গল জেলা পরিষদ মিনায়তনে নিয়ে আসবেন। সেখানেই শ্রীমঙ্গল- কমলগঞ্জ নির্বাচনী এলাকার জনগণ কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদকে সংবর্ধনা প্রদান করবেন। ইতিমধ্যে উপজেলা ঘুরে দেখা গেছে মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার, ফেস্টুন, আর নানান ডিজাইনের গেইটে ছেয়ে গেছে পুরো উপজেলা। খোঁজ নিয়ে জানা গেছে কৃষি মন্ত্রী ড. আব্দুস শহীদকে বরণ করতে ইতিমধ্যে শ্রীমঙ্গল-কমলগঞ্জ নির্বাচনী এলাকায় প্রায় ৫ শতাধিক তোরণ নির্মাণ করেছেন দুই উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মৎসজীবীলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। এই তালিকায় রয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যমের বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে অনেকে।