প্রথমবারের মত মৌলভীবাজার-৪ এর সাংসদ মন্ত্রী হওয়ায় কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে আনন্দ-উল্লাস
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৪, ৬:০৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মন্ত্রীসভায় প্রথমবারের মত ডাক পেয়েছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সপ্তমবারের মতো নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। এর আগে বুধবার রাতে শপথ গ্রহণের জন্য মন্ত্রী পরিষদ বিভাগ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন তিনি। এদিকে মন্ত্রী হওয়ার সংবাদে ২৩৮ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সর্বস্তরের জনসাধারণসহ জেলাজুড়ে নেতাকর্মীরা আনন্দ উল্লাস করছেন। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ চলছে। এলাকায় পর্যটন উন্নয়ন, মেডিকেল কলেজ স্থাপনসহ ব্যাপক উন্নয়নের আশাবাদী দুই উপজেলার জনসাধারণ।
বুধবার রাতে শ্রীমঙ্গল শহরের চৌমুহনায় বিশাল আনন্দ মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনগুলো। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করতে দেখা গেছে আওয়ামীলীগের নেতাকর্মীদের।অন্যদিকে নির্বাচনী এলাকা কমলগঞ্জে ৯টা ইউনিয়ন ও ১টা পৌরসভায় মিষ্টি বিতরণ করা হয়েছে।
এবারই প্রথম মন্ত্রিত্ব পেয়েছে মৌলভীবাজার-৪ আসন। ১৯৮৪ সালে মৌলভীবাজার জেলা হিসেবে ঘোষণার পর থেকে এ আসনটিতে কেউ মন্ত্রীত্ব পাননি। যদিও এ আসনে মৌলভীবাজার জেলা ঘোষণার পর থেকে কখনো নৌকা প্রতীক পরাজিত হয়নি। এমনকি নৌকা প্রতীকের সাথে অন্য প্রতীকের তীব্র প্রতিদ্বন্দ্বিতাও গড়ে ওঠেনি কোন নির্বাচনে।
এ আসনের পূর্ববর্তী নির্বাচনগুলো পর্যালোচনায় দেখা যায়, জেলা ঘোষণার পর মৌলভীবাজার-৪ আসনে ১৯৮৬ সালের ৭ মে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ দ্বিতীয় বারের মতো এবং ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি, ১৯৯৬ সালের ১২ জুন, ২০০১ সালের ১ অক্টোবর, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর, ২০১৪ সালের ৫ জানুয়ারি ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ একটানা ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত ৭ জানুয়ারি দেশে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে ২ লক্ষ ১২ হাজার ৪৯১ টি ভোট পেয়ে টানা সাত বারের এমপি হওয়ার রেকর্ড গড়েছেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, কোন মন্ত্রণালয় মিলছে তা এখনো জানানো হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে তখন জানা যাবে।
এ ব্যাপারে কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. জুয়েল আহমেদ বলেন, ‘যোগ্য ও অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান হিসাবে তাকে মন্ত্রীর তালিকায় স্থান দেয়া হয়েছে। এতে মেডিকেল কলেজ স্থাপন, পর্যটন উন্নয়নসহ এলাকার সার্বিক উন্নয়ন দ্রুত তরাম্বিত হবে। টানা সাত বারের এমপি হওয়ার রেকর্ড গড়েছেন আমাদের নেতা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি স্যারের। ৭ বারের মতো এমপি হওয়ায় আমরা গর্বিত। তিনি কমলগঞ্জ-শ্রীমঙ্গল উপজেলা বাসীর অহংকার। উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি স্যারের কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সন্তুষ্ট। আর এ জন্য তিনি তাকে মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। আশা করি ভালো মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। এজন্য আমরা কমলগঞ্জ-শ্রীমঙ্গলবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ।’
কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আছলম ইকবাল মিলন বলেন, ‘মৌলভীবাজার জেলা তথা সিলেট বিভাগের কোনো আসনে পরপর সাতবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার রেকর্ড উপাধ্যক্ষ আব্দুস শহীদ ছাড়া কোনো নেতার নেই। ফলে তাকে পূর্ণ মন্ত্রী করায় উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতা অক্ষুন্ন থাকবে।’
উল্লেখ্য- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নৌকার প্রার্থী মো. আব্দুস শহীদ ২১২৪৯১টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল মুহিত হাসানী (মোমবাতি) প্রতীকে ৫৩৯০, আনোয়ার হোসাইন (মিনার) ৫০৬৮ ভোট পেয়েছেন।