নির্বাচন বাতিলের দাবিতে মৌলভীবাজারে বাম জোটের সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৪, ১১:১২ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে মৌলভীবাজারে বাম জোটের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারী) বিকালে মৌলভীবাজার চৌমুহনায় জনগনের রায় মেনে প্রহসনের দ্বাদশ জাতীয় নির্বাচন বাতিল করা, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তদারকি সরকারের অধীনে জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক রাজিব সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নিলিমেষ ঘোষ বলু, সম্পাদক মন্ডলীর সদস্য জহরলাল দত্ত, বাসদ জেলা সদস্য এডভোকেট আবুল হাসান, বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা সভাপতি আবু রেজা সিদ্দিকী ইমন। সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি জেলা কমিটির সাবেক সভাপতি এডভোকেট মকবুল হোসেন, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী, বাসদ জেলা সদস্য হৃদয় অধিকারী, উদীচী জেলা সাধারণ সম্পাদক রামেন্দ্র চন্দ্র দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি তপন দেবনাথ প্রমূখ দল ও সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত ৭ জানুয়ারি দেশে একটা প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। প্রহসনের ভোট বর্জন করায় সংগ্রামী জনগণকে আমরা অভিনন্দন জানাচ্ছি। জনগণের রায় মেনে এই নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের কোন অধিকার আওয়ামী লীগ রাখতে পারে না। জনগণের এই রায় বাংলাদেশের মুক্তিকামী জনতাকে হাসিনা স্বৈরাচারী সরকারকে উৎখাতের নতুন পথ রচনা করবে।