৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে তালিবসের সাকসেস অ্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১ জানুয়ারি ২০২৪, ৯:০৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
ইংরেজি ভাষা ও IELTS Training প্রতিষ্ঠান তালিব’স ইনস্টিটিউট, মৌলভীবাজারের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মৌলভীবাজারের একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে সাকসেস অ্যান্ড সেলিব্রেশন-২০০৪ প্রোগ্রামের আয়োজন করা হয়। Talib’s Institute এর CEO মো. রাসেল মিয়া আজ (১লা জানুয়ারি) বিকাল ৩টায় এর উদ্ধোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন তালিবসের ইন্সট্রাকটর চৌধুরী ফয়সল, মাহফুজুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর রাশেদ আহমদ, IELTS Instructor পল্লব রয় সাজু, চয়ন দেব, কম্পিউটার ইন্সট্রাকটর রাজন দেব। এছাড়া তালিব’স ইনস্টিটিউট, শ্রীমঙ্গল ব্রাঞ্চের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইন্সট্রাক্টর মো. সালাহ উদ্দিন।
অনুষ্ঠানে একসাথে IELTS পরীক্ষায় উত্তীর্ণ ৩৮জন ছাত্রকে সার্টিফিকেট ও মগ প্রদান করা হয়। এছাড়া স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখান শিক্ষকদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও CEO রাসেল মিয়া বলেন- প্রতিষ্ঠানের দীর্ঘ এ যাত্রায় যারা আমাদের সঙ্গী ছিলেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। তালিব’স এখন দেশের সেরা প্রতিষ্ঠানগুলোর একটি। এ যাত্রা অব্যাহত থাকতে তিনি ছাত্র শিক্ষক সকলের সহযোগিতা কামনা করেন।