১০ দেশের রাষ্ট্রদূতের সাথে টিপু রহমানের সৌজন্যে নৈশভোজ
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৩, ৪:৪৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) এর চিফ ট্রেজারার টিপু রহমানের সৌজন্যে বৃহস্পতিবার রাতে ১০টি দেশের রাষ্ট্রদূতগণ নৈশভোজে অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
রাজধানির গুলশানে অবস্থিত অভিজাত Ol’e By TR রেস্টুরেন্টে এই নৈশভোজ ও আলাপচারিতায় ব্রিটিশ, ইতালি, নেদারল্যান্ডস, মিশর, তার্কিসহ ১০টি দেশের রাষ্ট্রদূতগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টিপু রহমানের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার শমসেরগঞ্জের দৌলতপুরে।