হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার সদর উপজেলার সাধারণ সম্পাদকের দায়িত্বে আলী রাব্বি রতন
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৩, ৪:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::
হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার সদর উপজেলা শাখার কার্যকরী সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আলী রাব্বি রতন।
সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার সদর উপজেলা শাখার এক সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা কমিটির সভাপতি আলমগীর হোসেন।
সভায় উপস্থিত ছিলেন হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি এডভোকেট মঈনুর রহমান মগনু ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী। সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রাজন আহমেদের প্রবাস গমনে সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সদর উপজেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আলী রাব্বি রতনকে কার্যকরী সাধারণ সম্পাদক এবং রাজিব সূত্রধরকে যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়। সভায় সদর উপজেলা শাখার প্রাথমিক সদস্য নবায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা সভাপতি এডভোকেট মঈনুর রহমান মগনু ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী।