স্থানীয় শহীদ দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৩, ৪:১২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
২০ ডিসেম্বর, স্থানীয় শহীদ দিবস, মৌলভীবাজারবাসীর স্বজন হারানোর দিন। একাত্তরের এই দিনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে আকস্মিক মাইন বিস্ফোরণে অর্ধ শতাধিক ঘরে ফেরা বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। যারা যুদ্ধ শেষে অপেক্ষায় ছিলেন বাড়ি ফেরার। কিন্তু, তাদের আর ঘরে ফেরা হয়নি। এইদিনে মৌলভীবাজারে রচিত হয় এক কালো অধ্যায়। দিনটি স্থানীয় শহীদ দিবস হিসেবে পালন করেন জেলাবাসী।
বুধবার (২০ ডিসেম্বর) সকালে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধায় স্মরণ করা হয় বীর মুক্তিযোদ্ধাদের।
এসময় সমবেত কন্ঠে জাতীয় সংগীত ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম বার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: জামাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।