মহান বিজয় দিবসে ‘উচ্চারণ’ আবৃত্তির পাঠশালার শিশু বাচিকদের আড্ডা
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৩, ১২:৩৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মহান বিজয় দিবসের সন্ধ্যায় ‘উচ্চারণ’ আবৃত্তির পাঠশালার শিশু বাচিকদের আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বইয়ের কোরাসে এই আড্ডার মধ্যমণি ছিলেন- মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের মৌলভীবাজারের প্রাক্তন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল উদ্দিন।
আড্ডায় যুদ্ধদিনের গল্পকথা, একক, বৃন্দ-আবৃত্তি ও কবি, কথাসাহিত্যিক আনিসুল হকের ‘মা’ উপন্যাস থেকে অংশবিশেষ পঠিত হয়। তাওফিকা মুজাহিদের সঞ্চালনায় আড্ডায় অংশ নেন শিশু বাচিক সাত্ত্বিক সূত্রধর, সাতভিক সূত্রধর, হোমায়রা বিনতে হোসেন, ইনসিয়া হক জোহা, ফারিহা ইসলাম নিহা, সৈয়দ শিফাতুল হক শারিক, সৈয়দা তানজিমা হক মিহি, আফরিদা তাহরিন খান, হাসিনুর রহমান নূর, মরিয়ম ফারহাত, নওরীন আফরিন প্রমুখ।