শ্রীমঙ্গলে অজ্ঞান পার্টির মূলহোতাসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৩, ৮:৪১ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যাবের হাতে অজ্ঞান পার্টির মূলহোতাসহ ২ জনকে আটক হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টায় মূলহোতা সালাউদ্দিনসহ দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব।
র্যাব জানায়, গত ৫ ডিসেম্বর দুপুরে জহুরা পারভীন চৌধুরী নামের এক মহিলা জেলার বড়লেখা থানাধীন দক্ষিণ বাজারস্থ ইউসিবি ব্যাংকে যান। ব্যাংক থেকে ফেরার সময় অজ্ঞান পার্টির সদস্যরা রুমালের মধ্যে অজ্ঞাত চেতনানাশক পদার্থ মিশিয়ে তার নাক ও মুখে নিক্ষেপ করে। এতে তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন।
এসময় তার গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে কুলাউড়া থানায় অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে একটি চুরির মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র্যাব-৯ চাঞ্চল্যকর এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প’র একটি আভিযানিক দল গেল সোমবার শ্রীমঙ্গল থানায় অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির সদস্যদের ওই দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলো, কমলগঞ্জ এর উত্তর বানিগাঁও সালাউদ্দিন(৪৪), শ্রীমঙ্গলের সদরের আনোয়ার মিয়া (২৮)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের কুলাউড়া থানায় হস্তান্তর করে র্যাব।