হাওর রক্ষা সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রাজন আহমদকে বিদায়ী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৩, ৬:৩৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা কমিটির নির্বাহী সদস্য সাংবাদিক রাজন আহমদ এর যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার অফিসে এই সংবর্ধনা প্রদান করা হয়।
হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার জেলা সভাপতি এডভোকেট ময়নুর রহমান মগনুর সভাপতিত্বে ও সাংবাদিক ওমর ফারুক নাঈমের পরিচালনায় রাজন আহমদের বিভিন্ন আন্দোলন- সংগ্রামের বিষয়ে স্মৃতিচারণ করেন মৌলভীবাজার পাবলিক লাইব্রেরী সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল খালিক, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, পূর্বদিক পত্রিকার সহযোগী সম্পাদক সালাউদ্দিন ইবনে শিহাব, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি আশোক কুমার দাশ, সাবেক সহ-সভাপতি সৈয়দ মহসীন পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাহেল,লীলা নাগ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এম. খচরু চৌধুরী, হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার সদর উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন, হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজারের সদস্য মুহিবুর রহমান খান, বিশ্বজিৎ নন্দী, তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা সভাপতি আলী রাব্বি রতন, সাধারণ সম্পাদক নাসির খান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ, শিক্ষক অজয় ঘোষ, হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার সদরের সদস্য প্রিতম এবং মুর্শেদ খান রাফি প্রমুখ।