চাঁদা না দেয়ায় দোকান লুটপাট
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৩, ১:৪৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভুনবীর ইউনিয়নে চাঁদা না দেয়ায় দোকান লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় দোকানের মালিক মোঃ হারুনুর রশিদ আবদাল ৮ জনকে আসামী করে শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে ভুনবীর ইউনিয়নের গোপেন্দ্রগঞ্জ বাজারের শুভ পোল্ট্রি ফার্মের দোকানে ভাঙচুর, লুটপাট ও মালিকে মারার ঘটনা ঘটে।
দোকানের মালিক মোঃ হারুনুর রসিদ আবদাল অভিযোগ করে বলেন, আমাদের এলাকায় শান্তিতে বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে। আজ সকাল সাড়ে ১০ ঘটিকায় ভুনবীর ইউনিয়নের গোপেন্দ্রগঞ্জ বাজারে আমার মালিকানাধীন দোকানে আমি অবস্থানকালে আমার নিকট ১লক্ষ টাকা চাঁদা দাবী করে হারুনদের সন্ত্রাসী বাহিনী। আমি এই টাকা দিতে অস্বীকৃার করলে ১০ থেকে ১২ জন লোক আমার দোকানে এসে আমার দোকানের মূল্যবান জিনিসপত্র লুটপাট ও ভাংচুর করে। আমি প্রতিবাদ করলে বিবাদীরা আমাকে মাটিতে ফেলে মারধোর করে।
তিনি বলেন, আমি আহত অবস্থায় মাটিতে পড়ে থাকলে আমার দোকানে থাকা ৫ লক্ষ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আমি হাল্লা চিৎকার করলে দৌলত মিয়া, সনর মিয়া, জালাল মিয়া আগাইয়া আসলে তাদেরকেও এলোপাতারী আঘাত করে। এসময় বিবাদী কামাল মিয়া দৌলত মিয়াকে প্রানে হত্যার উদ্দেশ্যে লাটি দিয়ে আঘাত করলে তিনি মারাত্মক রক্তাত্ব জখম হয়।
এ ঘটনায় ভোক্তভূগি হারুনুর রসিদ আবদাল কাছে হারুন গংদের সন্ত্রাসী কর্মকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এবং শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, উপজেলার রাজপাড়া গ্রামের হারুন মিয়া (৩৫), কামাল মিয়া (৩০), দিদার মিয়া (২৮), রহমান মিয়া (২৫), আনোয়ার মিয়া (৪০), ইমন মিয়া (২২), সুব্রত দেব (৪২), গোপাল কর (৪৫)।
শ্রীমঙ্গল থানায় ওসি জাহাঙ্গির আলম সরদার বলেন, অভিযুক্ত হারুন মিয়া কিছুদিন পূর্বে এলাকায় গরু চুরির জন্য হাজতবাসও করেছেন। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।