শ্রীমঙ্গলে ‘মানবসেবা ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৪৭ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তর উত্তরসুর গ্রামের তরুণের উদ্যোগে ‘মানবসেবা ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৯ ডিসেম্বর এই ক্যাম্পে অস্বচ্ছল পরিবারের প্রায় ২০০ পুরুষ, মহিলা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের অব. পরিচালক (স্বাস্থ্য) ডা. হরিপদ রায়।
বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী, বাংলা বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন মানবসেবা ফ্রি মেডিকেল ক্যাম্পের সভাপতি ইসলাম উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফারুক মিয়া, আশিকুর রহমানসহ সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
প্রবীণ ডা. হরিপদ রায় ছাড়াও ডা. মোঃ নাজেম আল কোরেশী রাফাত, ডা. মোঃ ওমর আহমদ, ডা. জয়তোষ দেব জয়, ডা. আমিনা বেগম প্রমুখ ডাক্তারগণ বেলা ২টা পর্যন্ত রোগী দেখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের বক্তৃতায় দেশে-বিদেশে থাকা তরুণদের উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে আয়োজিত এই মহৎকর্মের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, আমাদের সমাজে কারও এ ধরনের সেবামূলক কাজ করার বাধ্যবাধকতা আছে বলে মনে করা হয় না। অথচ সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে চিন্তা করলে বা যার যার ধর্মীয় অনুশাসনের দিকে তাকালে আমরা প্রত্যেকেই আমদের সামর্থ্য অনুযায়ী তা করতে বাধ্য। এই নিঃস্বার্থ সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে বক্তাগণ তাঁদের বক্ততৃতায় তরুণদের উৎসাহ-উদ্দীপনা দান করেন ও নিজেরাও তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।