মৌলভীবাজার জেলায় বৈধ প্রার্থী ২৫, বাতিল ৭
প্রকাশিত হয়েছে : ৪ ডিসেম্বর ২০২৩, ৬:৩৫ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলা মনোনয়ন যাচাই বাছাইয়ের তথ্য::
আসন : মৌলভীবাজার-১
মোট মনোনয়ন ফরম উত্তোলন : ৬
মোট মনোনয়ন ফরম জমা : ৬
যাচাই বাছাই শেষে বৈধ : ৫
যাচাই বাছাই শেষে বাতিল : ১
আ.লীগ প্রার্থী: মো. শাহাব উদ্দিন
স্বতন্ত্র প্রার্থী: মো. ময়নুল ইসলাম
অন্যান্য : জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন, তৃণমূল বিএনপির মো. আনোয়ার হোসেন।
মনোনয়ন বাতিল : স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ
আসন : মৌলভীবাজার-২
মোট মনোনয়ন ফরম উত্তোলন : ১০
মোট মনোনয়ন ফরম জমা : ১০
যাচাই বাছাই শেষে বৈধ : ১০
যাচাই বাছাই শেষে বাতিল :
আ.লীগ প্রার্থী: শফিউল আলম চৌধুরী নাদেল
স্বতন্ত্র প্রার্থী: একেএম সফি আহমদ সলমান (উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি), মো. আব্দুল মতিন (আওয়ামীলীগের সাবেক এমপি),
অন্যান্য : তৃণমূল বিএনপি থেকে এম এম শাহীন, জাসদের বদরুল হোসেন, ইসলামী ঐক্যজোট থেকে মাওলানা আছলাম হোসাইন রাহমানী, বিকল্পধারার মো. কামরুজ্জামান সিমু, ইসলামি ফ্রন্টের এনামুল হক মাহতাব ও জাতীয় পার্টি থেকে মাহবুব আলম ও আব্দুল মালিক।
মনোনয়ন বাতিল : নেই
আসন : মৌলভীবাজার-৩
মোট মনোনয়ন ফরম উত্তোলন : ১১
মোট মনোনয়ন ফরম জমা : ১১
যাচাই বাছাই শেষে বৈধ : ৬
যাচাই বাছাই শেষে বাতিল : ৫
আ.লীগ প্রার্থী: মোহাম্মদ জিল্লুর রহমান।
স্বতন্ত্র প্রার্থী: –
অন্যান্য : জাসদের আব্দুল মছব্বির, ওয়ার্কাস পার্টির তাপস কুমার ঘোষ, জাতীয় পার্টির রুহুল আমিন ও মো. আলতাফুর রহমান, এনপিপির আবু বক্কর।
মনোনয়ন বাতিল : স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম শহীদ (যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি) ইসলামী ফ্রন্টের আব্দুর রউফ, জাকের পার্টির মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সাংস্কৃতিক মুক্তি জোটের ফাহাদ আলম, স্বতন্ত্র প্রার্থী সাদেক আহমদ।
আসন : মৌলভীবাজার-৪
মোট মনোনয়ন ফরম উত্তোলন : ৬
মোট মনোনয়ন ফরম জমা : ৬
যাচাই বাছাই শেষে বৈধ : ৫
যাচাই বাছাই শেষে বাতিল : ১
আ.লীগ প্রার্থী: ড. আব্দুস শহীদ।
স্বতন্ত্র প্রার্থী: নজরুল ইসলাম।
অন্যান্য : জাতীয় পার্টির মো. মস্তান মিয়া, ইসলামী ফ্রন্টের আ. মুহিদ হাসানী এবং ইসলামিক ঐক্যজোট মো. আনোয়ার হোসাইন।
মনোনয়ন বাতিল : জাকের পার্টির মুহিবুর রহমান আজাদ।