মৌলভীবাজার ৩ আসনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এম এ রহিম শহিদ
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৩, ৭:৫৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
দলীয় কোন নেতাকে মনোনয়ন না দেওয়ায় মৌলভীবাজার-৩ আসনে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী দিয়েছে সিআইপি এম এ রহিম শহিদ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৩ টায় সদর উপজেলার সহকারী রিটানিং অফিসারের নিকট এ মনোনয়নপত্র জমা দেন।
এ সময় জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, যুগ্ন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলীসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের একাধিক সূত্র জানান, বুধবার রাতে স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এক মতবিনিময় সভায় আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মো. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা ও সিআইপি এম এ রহিম শহীদ, রাজনগর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিলন বখত প্রমুখ।