নৌকায় নতুন মুখে মৌলভীবাজারে আনন্দের বন্যা
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৩, ১:১৭ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নতুন মুখ হওয়ায় মৌলভীবাজারে আনন্দের বন্যা বইছে সাধারণ মানুষের মাঝে। এবার প্রথমবারের মতো বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পান মোহাম্মদ জিল্লুর রহমান। সোমবার ও রবিবার মৌলভীবাজার সদর এবং রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল করেন আওয়ামীলীগের সমর্থকরা। তাদের মতে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদকে আওয়ামীলীগ প্রার্থী দেয়ায় খুশির বন্যা বইছে। তবে সবচেয়ে বেশি খুশি রাজনগর উপজেলার মানুষ। স্বাধীনতার পর এই উপজেলার থেকে কেউ এমপি নির্বাচিত হননি। যার কারণে উন্নয়ন বঞ্চিত ছিল রাজনগর। এবার তারা মোহাম্মদ জিল্লুর রহমানকে সংসদ সদস্য বানানোর জন্য আশা দেখছেন।
রাজনগরের উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান খান বলেন, আমার জননেত্রী কাছে রাজনগরে এমপি চেয়েছিলাম। নেত্রী আমাদের উপহার দিয়েছেন। আমাদের ৫০ বছরের আশা আকাঙ্খা পূরণ হয়েছে। কোনটাসার রাজনীতি থেকে অনেক কিছু মুক্ত হয়েছে। মৌলভীবাজার ও রাজনগরের মানুষ কি পরিমাণ খুশি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা প্রধানমন্ত্রীর কাছে এর জন্য চির কৃতজ্ঞ।
মোহাম্মদ জিল্লুর রহমান ১৯৭৮ সালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা কামারচাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত আব্দুল মছব্বির। সেই সুবাধে ছোটবেলা থেকেই গণমানুষের রাজনীতির সাথে বেড়ে উঠা। তিনি বাংলাদেশের অন্যতম কাঁচ উৎপাদনকারী প্রতিষ্ঠান অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। মোহাম্মদ জিল্লুর রহমান যুক্তরাজ্যের সিআইএস থেকে এমবিএ, বিএসসি ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন। খুব কম সময়ে নিজের দক্ষতায় বাংলাদেশের একজন স্বনামধন্য তরুণ উদ্যোক্তা হয়ে উঠেন। দীর্ঘ পাঁচ বছর কাজ করেছেন বিশ্ব ব্যাংকের নগর ও পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা হিসেবে।
মোহাম্মদ জিল্লুর রহমান আবাহনী সমর্থক ফোরামের চেয়ারম্যান, প্রতিভা বিকাশ বাংলাদেশের ভাইস চেয়ারম্যান, শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামের প্রতিষ্ঠাতা, আব্দুল মছব্বির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালক। এছাড়া তিনি গোপালগঞ্জ চন্দ্র দিঘলিয়ার রাবেয়া আলী গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য ও মৌলভীবাজারের রাজনগরের তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি।
তিনি বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ সমূহ- বইয়ের পৃষ্ঠপোষক ও প্রকাশক। এছাড়াও শেখ রাসেল স্মৃতি পরিষদের উপদেষ্ঠা। জিল্লুর রহমানের ভাই রাজনগরের কামারচাক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান। আরেক ভাই জিয়াউর রহমান মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য। কুলাউড়ার সাবেক সংসদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ আব্দুল জব্বারের মেয়ে তার ভাইয়ের স্ত্রী।
এবিষয়ে মৌলভীবাজার-৩ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভিশনের অংশ হিসেবে আমি মৌলভীবাজার ও রাজনগরকে একটি উন্নত ও সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এই এলাকার মানুষের জীবন মান উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন করা হবে আমার মূল লক্ষ্য। এজন্য জননেত্রী শেখ হাসিনা আমার হাতে নৌকা তুলে দিয়েছেন। আমি আমার নির্বাচনী এলাকার ভোটরদের দোয়া ও আন্তরিক সহযোগীতা চাই।