হকার্স মার্কেটে ব্যবসায়ীর দোকানে হামলা লুটপাট ও ভাঙচুর
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৩, ৪:৪৩ অপরাহ্ণ
শাহপরান প্রতিনিধি:
সিলেট সিটি কর্পোরেশনের হকার্স মার্কেট বন্দরবাজার এলাকায় ব্যবসায়ী মো: সাজ্জাদ আহমদের আহমদ ফ্যাশন হাউজ এর দোকানে (২৬ নভেম্বর) একদল দুষ্কৃতকারী ছাত্রলীগের নেতা কর্মীরা ব্যাপক ভাংচুর করে নগদ টাকা লুট করে নিয়ে যায়। এসময় প্রায় ১০ থেকে ১৫ জনের একটি সঙ্ঘবদ্ধ চক্র প্রথমে ব্যবসায়ীর বাড়ীতে যায় সেখানে তাকে না পেয়ে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা করে এবং দোকানের কর্মচারীদের মারধর করে নগদ টাকা লুট করে নিয়ে যায়।
হামলার কারণ সম্পর্কে ভোক্তভোগীর বাবা শফিকুর রহমান প্রতিনিধিকে জানান, সিটি মেয়র আনোয়ারুজ্জানের নির্দেশে ছাত্রলীগের নেতা সৌরভ, নাঈমসহ প্রায় ১০ থেকে ১৫ জন তার বাড়িতে এসে তার ছেলের খোঁজ করেন। তার ছেলেকে বাসায় না পেয়ে তাদের দোকানে গিয়ে হামলা করেন।
শফিকুর রহমান জানান, যে সকল দুর্বৃত্তরা হামলা চালায় তাদের মধ্যে নেতৃত্বে রয়েছেন সৌরভ ও নাঈম। তারা আমাদের দোকান ঘরে শাটার কুপিয়ে এবং জোরপূর্বক প্রবেশ করে দোকানে থাকা নগদ দুই লক্ষ টাকা এবং আনুমানিক সব মিলিয়ে ৫ লক্ষ টাকা ক্ষতি করে। তিনি বলেন আমার ছেলে অন্য রাজনৈতিক দল করায় তারা দীর্ঘদিন যাবত নির্যাতন করে আসছে। তাদের সকলের আমি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, দোকানের মালিক তাদের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ করেন নি। আমাদের কাছে লিখিত অভিযোগ করলে আমরা তার ব্যবস্থা নেবো।