অবরোধের সমর্থনে মৌলভীবাজারে বিএনপির মিছিল
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৩, ১০:৫২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বিএনপির ডাকা অবরোধের সমর্থনে মৌলভীবাজারে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদীল দল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২৭ নভেম্বর) সকালে মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডে মিছিল বের করেন নেতাকর্মীরা। এসময় তারা সড়কে অবস্থান নেন।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান। এ সময় তারা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।
এসময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, ‘রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত’।