মৌলভীবাজারে একদিনের রিমান্ডে বিএনপি নেতা
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৩, ১০:০১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল হাই পিপলুকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার ২২ সেপ্টেম্বর মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
জানা যায়, গত ৯ নভেম্বর বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে সরকারি সম্পত্তির ক্ষতিসাধন অন্তর্ঘাত কর্মকান্ড সৃষ্টির অপরাধের অভিযোগে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল হাই পিপলুকে গ্রেফতার করে প্রধান আসামী করে মামলা দায়ের করে পুলিশ। এরপর আদালত তাকে কারাগারে পাঠায়। মামলার পরবর্তী শুনানিতে পুলিশের পক্ষ থেকে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন ।
মামলার তদন্ত কর্মকর্তা মৌলভীবাজার মডেল থানার এসআই আবু নাইয়ুম মিয়া জানান, নাশকতা মামলায় আব্দুল হাই পিপলুকে গ্রেফতার করে। আমরা ৫দিনের রিমান্ড চাইলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।