রাজনগরের আজাদের বাজারে শরীফ ক্লথ স্টোরে মাদক উদ্ধারের নামে হয়রানি
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৩, ৮:৪০ অপরাহ্ণ
ডেক্স রিপোর্ট ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলার আজাদের বাজারে শরীফ ক্লথ স্টোরে মাদক উদ্ধারের নামে হয়রানির অভিযোগ উঠেছে ।
গত (২০ নভেম্বর) সোমবার রাতে উপজেলার আজাদের বাজারের শরীফ ক্লথ স্টোরে মাদক উদ্ধারের নামে নাটক সাজিয়ে তল্লাশী করে রাজনগর থানা পুলিশ।
এসময় শরীফ ক্লথ স্টোরে কোনো ধরনের মাদক না পেলেও দোকানের স্বত্বাধিকারী আব্দুল হাইকে দোকান থেকে আটক করে নিয়ে যায়। পরে পুলিশ বাদী হয়ে রাজনগর থানায় দোকানের স্বত্বাধিকারী আব্দুল হাই ও তার ভাই বাচ্চু মিয়াকে আসামী করে থানায় মাদক মামলা দায়ের করে। উক্ত মামলায় শরীফ ক্লথ স্টোরের স্বত্বাধিকারীর ছোট ভাই ফ্রান্স প্রবাসী শরীফ আহমেদকেও আসামী করা হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, শরীফ ক্লথ স্টোরের স্বত্বাধিকারী আব্দুল হাইয়ের ছোট ভাই শরীফ আহমেদর সাথে রাজনগরের প্রভাবশালী বির্তকীত রাজনীতিবীদদের পূর্বশত্রুতা রয়েছে । পূর্বশত্রুতার জেড় ধরে প্রায়ই পরিবারের উপর বিভিন্ন নির্যাতন চালানো হয়। পুলিশ মাদক উদ্ধারের নামে দোকানে তল্লাশীর সময়ে দোকানের আশপাশ থেকে সবাইকে সড়িয়ে দেয় এবং বাজারে থাকা সকল ব্যবসায়ীদেরকে শরীফ ক্লথ স্টোরের সামনে যেতে নিষেধ করে। দোকনের বাহিরে পুলিশ পাহাড়ায় ভিতরে পুলিশ প্রবেশ করে দোকানের সবকিছু তছনছ করে । এসময় দোকানে মাদক পাওয়া গেছে বলে কাউকে নিশ্চিত করেনি পুলিশ।
শরীফ ক্লথ স্টোরের স্বত্বাধিকারী আব্দুল হাইয়ের ছোট ভাই বাচ্চু মিয়া মুঠোফোনে জানান, আমরা নিরিহ ব্যবসায়ী । আমরা ব্যবসা করে পরিবার চালাই । আমার ছোটভাই শরীফ আহমদ রাজনীতিতে জড়িত থাকায় আমাদের পরিবার বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। হয়রানির জন্য আমাদের দোকানে তল্লাশী চালানো হয়েছে। আমি এখন পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি।
এ বিষয়ে জানতে চেয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষন রায়কে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না।