তফসিল বাতিলের দাবিতে মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ (ভিডিওসহ)
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৩, ১০:২৪ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ::
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ও নির্বাচন কমিশনের অবৈধ তফসিল প্রত্যাখান করেছে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল।
বুধবার (১৫ নভেম্বর) রাতে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কনকপুর গ্ৰামে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে মশাল হাতে নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ শেষে আকিদুর রহমান সোহান বলেন, এ অবৈধ দখলদার সরকারের অধীনে কোন নির্বাচন এ দেশের মাটিতে হতে দেওয়া হবে না। এতফসিল দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখান করেছে। সামনের দিনে গুলোতে ছাত্রদলের কর্মীরা জীবন দিয়ে হলে দলের কেন্দ্রীয় সকল কর্মসুচী পালনে সচেষ্ট থাকতে হবে।