রাজনগরে আওয়ামীলীগের শান্তি সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৩, ৫:২৬ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি::
মৌলভীবাজারের রাজনগরে বিএনপি-জামায়াত জোটের অরাজকতা ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবে করেছে রাজনগর উপজেলা আওয়ামীলীগ।
মঙ্গলবার সন্ধ্যায় রাজনগর উপজেলা পরিষদের সামনে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-রাজনগর সংসদীয় আসনের সদস্য নেছার আহমদ। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজাদ মিয়া চৌধুরী ইমানির সভাপতিত্বে আয়োজিত শান্তি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন। উপজেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক শাহেদুজ্জামান আনছাসী মনাই ও সাংগঠনিক সম্পাদক নজমুল হক সেলিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাজনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুর নগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল আসলাম ছানা, ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল চন্দ্র দাস, উপজেলা আওয়ামলীগের যুগ্নসআধারণ সামছুদ্দোহা রুকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুলকাদির ফৌজি, ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ প্রমুখ। এ ছাড়াও উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মি উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আবারো বর্তমান সরকারকে ক্ষমতায় বসানোর আহবান জানান।