মৌলভীবাজারে বৈদেশিক মুদ্রাসহ তিনজন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২ নভেম্বর ২০২৩, ৫:২১ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (২ নভেম্বর) মৌলভীবাজার জেলা পুলিশের ডিবি ওসির মোঃ আশরাফুল ইসলাম এতথ্য জানান।
তিনি বলেন, মৌলভীবাজারের শেরপুর রোডের বেরীরপাড়ে রয়েল ম্যানশন এর নিচ তলায় সায়েক এন্টারপ্রাইজ, রুমান এন্টারপ্রাইজ, শাহ মোস্তফা এন্টারপ্রাইজ, জিসান এন্টারপ্রাইজ, মদিনা এন্টারপ্রাইজ, কুরেশী এন্টারপ্রাইজ নামক দোকানে অবৈধ ভাবে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের অভিযোগ উঠছিল। বিভিন্ন সময় গণমাধ্যমে সেই সংবাদ প্রকাশ হয়েছে। সেখানে পুলিশের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর গ্রামের সৈয়দ কেনান আলী (৩৭), গুজারাই গ্রামের মোঃ রুমান আলী (৪১) ও তার দোকান রুমান এন্টার প্রাইজ এর কর্মচারী মোঃ রনি মিয়া (২৫) কে গ্রেফতার করা হয়।
তিনি জানান, এসময় সায়েক এন্টার প্রাইজ এর দোকান তল্লাশী করে ড্রয়ার থেকে ইংল্যান্ডের ৩২৫ পাউন্ড, আমেরিকান ১১২ ডলার, সৌদি ১৮৯ রিয়াল, আরব আমিরাতের ১৫০ দিরহাম, কুয়েত ৪.৫ দিনার, থাইল্যান্ডের ১০,০০০ বাথ, ওমানের ৭.৫ রিয়াল এবং বৈদেশিক মুদ্রা বিক্রির বিভিন্ন নোটের বাংলাদেশী নগদ টাকা এক লক্ষ একানব্বই হাজার টাকা জব্দ করা হয়। সদর থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।