ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলি নৃশংসতা বন্ধের দাবি বাসদের
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৩, ৬:৫৭ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
গাজাসহ ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলি নৃশংসতা বন্ধ করা, মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরায়েলি জায়নবাদ ধ্বংস করা এবং ফিলিস্তিনিদের আবাসভূমি ফিলিস্তিনিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে রবিবার ২২ অক্টোবর দূপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে এবং বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় এই সমাবেশ চলে। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী, সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ, বাসদ মৌলভীবাজার জেলা সদস্য হৃদয় অধিকারী, মৌলভীবাজার মৎস্যজীবী ইউনিয়ন (মৌল-৫২) এর সহসভাপতি মো: মিয়াধন, সাধারণ সম্পাদক মো: মনজব আলী প্রমুখ নেতৃবৃন্দ।