ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে তালামীযের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৩, ২:২৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখা।
২০ অক্টোবর, শুক্রবার, বাদ জুম’আ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনে সন্ত্রাসবাদী ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে শহরের সৈয়দ শাহ মোস্তফা (র.) দরগাহ জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
মিছিল ও সমাবেশ থেকে ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সংগঠের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. আলী রাব্বি রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ এনামুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার সৈয়দ শাহমোস্তফা (র.) দরগাহের মুতাওয়াল্লী সৈয়দ খলিলুললাহ ছালিক জুনেদ,খতিব মাও. শিহাবুর রহমান আলিপুরী, আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল আলিম, সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক আহমদসহ আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার জেলা নেতৃবৃন্দ।