শ্রীমঙ্গলে আই কেয়ার সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৩, ৬:১১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
প্রান্তিক পর্যায়ে আধুনিক চক্ষু চিকিৎসা সেবার প্রসার ঘটাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারের স্বাস্থ্য বিভাগ স্থাপন করেছে আই কেয়ার সেন্টার। আজ সোমবার (১৬ অক্টোবর) ভার্চুয়ালি সরাসরি যুক্ত হয়ে এই চক্ষুসেবা কেন্দ্রটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি, সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী, ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মনজুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদসহ উপকারভোগিরা।
উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সঞ্চালনায় মৌলভীবাজার প্রান্ত থেকে সরাসরি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন উপকারভোগী জাহানারা বেগম ও বীরেন্দ্র দেব।