সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৩, ৭:০২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারে বিভিন্ন স্কুল-মাদ্রাসার কয়েকশো শিক্ষার্থীর অংশগ্রহণে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগীতা ২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাধুহাটি এ বি উচ্চ বিদ্যালয়ে মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ও ২নং মনুমুখ ইউনিয়ন এবং পাশ্ববর্তী ইউনিয়নের ৪১টি স্কুল ও মাদ্রাসার ৩য় থেকে ৮ম শ্রেণীর ৭২১ জন শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সামাজিক সংগঠন সোনার বাংলা আদর্শ ক্লাব ৫ ম বারের মতো এ মেধা যাচাই প্রতিযোগীতার আয়োজন করে।
প্রতিযোগীতার সময় কেন্দ্র পরিদর্শন করেন- মনুমুখ ইউ পি চেয়ারম্যান এমদাদ হোসেন জুনু, উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেবনাথ, শেরপুর পুলিশ ফাড়ির এসআই জুনেদ আহমেদ, এএসআই সোহাগ আহমেদ, সাংবাদিক আমিরুল ইসলাম সাহেদ, সাংবাদিক ওমর ফারুক নাঈম, সাধুহাটি এবি উচ্চ বিদ্যালয়ের প্রধান সহকারী শিক্ষক জয়নাল মিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মুনাইম আহমেদ, সাবেক সভাপতি রিপন মিয়া, সহ-সভাপতি বুলবুল আহমেদ টিপু, সাধারণ সম্পাদক হাফিজ জুবায়ের আহমেদ, সাংগটনিক সম্পাদক পবলু মিয়া, অর্থ সম্পাদক সিতার আলী, ইয়ারুপ মিয়া, নাজমুল হোসেন চৌধুরী, তোফাজ্জল হোসেন, জায়েফ আহমেদ, হুমায়ন আহমেদ, কাওচার আহমেদ, রুয়েল মিয়া, নয়ন দেব, লাভলী চন্দ্র, অপু বর্মণসহ প্রমুখ।