মৌলভীবাজারে দুর্গাপূজা হবে ১ হাজার ৩৬ টি মন্ডপে
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৩, ৭:৫৪ পূর্বাহ্ণ
বিশেষ প্রতিনিধি::
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলায় ১ হাজার ৩৬ টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৮৮৪ টি সার্বজনীন এবং ১৫২ টি ব্যক্তিগত পূজামন্ডপ। পূজা মন্ডপ সমূহের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৯০ টি ,গুরুত্বপূর্ণ ২৯৫ এবং সাধারণ ৬৫১ টি।
বুধবার (১১অক্টোবর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এই তথ্য জানান মৌলভীবাজারের পুলিশ সুপার মনজুর রহমান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপাংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মহিম দে।
পুলিশ সুপার জানান, জেলা পুলিশ সুপারের কার্যালয়ের ২টি সেক্টরে সাইবার মনিটরিং সেল গঠন করা হবে। সদর, রাজনগর, শ্রীমঙ্গল,কমলগঞ্জ থানা সেক্টর-১ এর আওতাভুক্ত হবে এবং কুলাউড়া, জুড়ী ও বড়লেখা সেক্টর-০২ এর আওতাভুক্ত হবে। মন্ডপগুলোতে পুলিশ, আনসার, মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্সের ও সার্বক্ষনিক নজরদারী থাকবে।
এছাড়া ৯৯৯, সংশ্লিষ্ট কর্মকর্তা, ডিউটি অফিসার কাজ করবেন মাঠে। যেকোন প্রয়োজনে উনাদের সাথে যোগাযোগ রাখার জন্য অনুরোধ করা গেলো।
পুলিশ সুপার বলেন,সব ধরনের গুজব থেকে সজাগ থাকতে হবে। গুজবের খবর আমাকে জানালে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।গত বছরের পূজায় কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে এবার বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
পূজা মন্ডপ সমূহের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৯০ টি ,গুরুত্বপূর্ণ ২৯৫ এবং সাধারণ ৬৫১ টি হিসেবে চিহৃিত করা হয়েছে।