মৌলভীবাজারে অনাকাংঙ্খিত গর্ভরোধকল্পে করণীয় শীর্ষক কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৩, ৭:৩২ পূর্বাহ্ণ
বিশেষ প্রতিনিধি::
নিরাপদ এম.আর.এম সেবা নিশ্চিত করার লক্ষ্যে অনাকাংঙ্খিত গর্ভরোধকল্পে করণীয় শীর্ষক স্থানীয় নাগরিকদের অংশ গ্রহনে দুইদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯-১০অক্টোবর) মেরিষ্টোপস বাংলাদেশের আয়োজনে এবং ক্লিটন হেলথ একসেস ইনিসিটিভ’র সহযোগিতায় মৌলভীবাজার রেষ্ট ইন হোটেলের হলরুমে ওয়াকিং গ্রুপ গঠনের লক্ষ্যে অনাকাংঙ্খিত গর্ভরোধকল্পে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার পরিবার পরিকল্পনা বিভাগ জেলা কার্য্যালয়ের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সহকারি পরিচালক (ক্লিনিক) ডা: বিশ্বজিত ভৌমিক’র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মেরিষ্টোপস বাংলাদেশের লিংক এডভোকেসি কর্মকর্তা মনজুর নাহার।
কর্মশালা সমাপণী অনুষ্ঠানে বক্তব্য সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান শাহিন রহমান, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর জিমি বেগম,মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমুখ। কর্মমালা শেষে দেশের অনাকাঙ্গিত গর্ভরোধকল্পের সমাজের সকলে সম্মিলিত অংশ গ্রহনে জেলা এডভোকেসি ওয়ারকিং গ্রুপ গঠন করা হয়।
সভায় মেরিষ্টোপস বাংলাদেশ পক্ষে জানানো হয়, মৌলভীবাজার জেলার ৪টি উপজেলার ১২টি ইউনিয়নে আনাকাংঙ্খিত গর্ভধারণ প্রতিরোধে পাইলট কার্যক্রম শুরু করা হয়। অনাকাঙ্গিত গর্ভরোধকল্পে এম,আর,এম সেবার সহজলভ্যতা ও গ্রহনযোগ্যতা বৃদ্ধি প্রয়োজন। মেরিষ্টোপস বাংলাদেশ দীর্ঘদিন ধরে নিরাপদ এম,আর,এম সেবা নিশ্চিত করার লক্ষ্যে অগ্রণী ভুমিকা পালন করে আসছে তারই ধারাবাহিকতায় এই আনাকাংঙ্খিত গর্ভধারণ প্রতিরোধে পাইলট কার্যক্রম। মৌলভীবাজার জেলার ১২জন নাগরিকের অংশ গ্রহনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।