রাজনগরে ঈদে মীলাদুন্নবী (সা:) এর মুবারক র্যালি
প্রকাশিত হয়েছে : ৯ অক্টোবর ২০২৩, ৪:৫৬ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি::
পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে রাজনগরে বাংলাদেশ আনজুমানেআল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়া, ঈদে মীলাদুন্নবী (সা:) বাস্তবায়ন কমিটি রাজনগরের উদ্দ্যোগে ৭ই অক্টোবর (শনিবার) রাজনগর উপজেলা সদরেহাজারো মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘মুবারক র্যালি’।
সকাল ১০টা থেকে যোহরের পূর্ব পর্যন্ত বিশ্বনবী (সা:) এর জীবনের বিভিন্নদিক নিয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ। বাদ যোহর শুরু হয় র্যালি, প্রিয়নবীরশানে রচিত নানা কবিতার শ্লোক অঙ্কিত বিভিন্ন রঙের ফেস্টুন ও প্লেকার্ডর্যালিতে শোভাবর্ধন করে। সালাম সালাম নবী সালাম সালাম, বালাগাল উলাবিকামালিহী এরকম অগণিত নাত এর সুমধুর সুর লহরি উপজেলার চারপাশ মুখরিত করে। র্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাসিক পরওয়ানার সম্পাদক, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন আঞ্জুমানে আল-ইসলাহর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক,হাফিজ মাও: এনামুল হক।
র্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাজী সোহেল আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলী হোসাইন মিতুল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে র্যালিতে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার জেলা আল-ইসলাহর প্রশিক্ষণ সম্পাদক মাও: নজরুল ইসলাম,তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সদস্য সাহেদ আহমদ, মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি মোঃ আলী রাব্বি রতন, আঞ্জুমানে আল-ইসলাহর রাজনগরউপজেলার সভাপতি মাও: রিয়াদুছ ছালেহীন রিয়াজ, রাজনগর উপজেলা ক্বারী সোসাইটির সভাপতি মাও: আব্দুর রব, দৈনিক ইনকিলাব রাজনগর উপজেলা প্রতিনিধি মুহাম্মদ গৌছুজ্জামান, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড এর রাজনগর উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ জাকির হোসেন প্রমূখ।