আগনসী মাদ্রাসার সুপার মোঃ মুহিবুর রহমানের ইন্তেকালে জেলা জামায়াতের শোক
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ৫:২৭ অপরাহ্ণ
মৌলভীবাজারের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আগনসী হাজী মোঃ মুজেফর ইসলামী দাখিল মাদ্রাসার সুপার মোঃ মুহিবুর রহমানের ইন্তেকালে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা।
ভারপ্রাপ্ত জেলা আমীর মাওলানা আব্দুর রহমান ও ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি আলাউদ্দিন শাহ এক যৌথ বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ বলেন, মরহুম সুপার মোঃ মুহিবুর রহমান দ্বীনি শিক্ষা প্রতিষ্টায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ইসলামী আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে মরহুমের অনেক অবদান আছে। তিনি খুব ভাল মনের এবং একজন ভাল দক্ষ মাদরাসা সুপার ছিলেন। তার কাজকর্ম ছিল খুব পরিচ্ছন্ন। তার ইন্তেকালে একজন ভাল মানুষ আমরা হারালাম। মহান আল্লাহর দরবারে মরহুমের নেক আমলগুলোকে কবুল করে যাতে মেহেরবানী করে জান্নাতুল ফেরদৌস দান করেন কায়মনোবাক্যে সেই দোয়া কামনা করি।
উল্লেখ্য যে, আগনসী হাজী মোঃ মুজেফর ইসলামী দাখিল মাদ্রাসার সুপার মোঃ মুহিবুর রহমান ২৯ সেপ্টেম্বর বাদ জুম্মা চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। শনিবার সকাল ১১ ঘটিকায় নিজ বাড়ি আদপাশায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।