মামুনুল হকসহ আলেমদের কারাবন্দী রেখে দেশে জাতীয় নির্বাচন করতে দেয়া হবে না: মা. ইউসুফ আশরাফ
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ৫:৪৩ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মামুনুল হকসহ আলেমদের কারাবন্দী রেখে দেশে জাতীয় নির্বাচন করতে দেয়া হবে না, বলে মন্তব্য করেছেন মাওলানা ইউসুফ আশরাফ।
বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর জননেতা মাওলানা ইউসুফ আশরাফ
বলেছেন, সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হককে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় দ্বীর্ঘ দুই বছরের অধিক সময়ে কারাগারে বন্দী করে। তার চরিত্র হননের ষড়যন্ত্র করা হয়েছে। দেশের মানুষ ক্ষমতাসীনদের এধরণের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ রয়েছে। মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের জেলে রেখে দেশের মানুষ আগানী জাতীয় নির্বাচন হতে দিবে না। সুতরাং মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের দ্রুত মুক্তি দিন অন্যথায় দেশের মানুষ রাজপথে নামতে বাধ্য হবে এবং মুক্তির আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হবে।
তিনি আজ বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্দ্যোগ্যে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আলেমদের মুক্তি ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধের দাবীতে জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতী মাওলানা হাবিবুর রহমান কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী মাওলানা হিফজুর রহমান হেলাল সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন এর যৌথ পরিচালনায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত জেলা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-মহাসচিব মাওলানা আব্দুল আজীজ, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস এর কেন্দ্রীয় আহবায়ক মুফতী শরাফত হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, সিলেট জেলা সাংগঠানিক সম্মাদক মুফতী ওযিরুল ইসলাম, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপূরী, জেলা সহ সভাপতি মাওঃ আবুল কালাম, মাওঃ মাসুক আহমদ, মাওঃ মুফতী হাবিবুর রহমান শামীম, মাও: আব্দুল হাই, মৌলভীবাজার পৌর শাখার সভাপতি মাও: ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মাওঃ লুৎফুর রহমান কামালী, সদর উপজেলা সভাপতি মাওঃ ইসমাইল আলী, সাধারণ সম্পাদক মাওঃ শেখ সাদী, রাজনগর উপজেলা শাখার সহ সভাপতি মাওঃ মওসুফ আহমদ, সাধারণ সম্পাদক মুফতী রুহুল আমীন, কমলগঞ্জ উপজেলা সভাপতি মাওঃ আব্দুল মতিন,শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান সহ সভাপতি মাওলানা হিফজুর রহমান হেলালী, শেরপুর শাখার সভাপতি মাওলানা গিলমান আহমদ যুব মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিসবাহ, বক্তব্য রাখেন প্রমুখ। পরি শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহ এর শান্তি কামনা করে মুনাজাত করা হয়।