বিসিএস সাধারণ শিক্ষা সমিতি এক দিনের কর্মবিরতির ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ৭:১৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
শিক্ষা ক্যাডার সদস্যদের ন্যায্য দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি একদিনের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে।
ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবি আদায়ে কর্মসুচি ঘোষণা করলো বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ শিক্ষাবিদ মিলনায়তনে জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সংবাদ সম্মেলনে তাদের ন্যায্য দাবি আদায়ে কর্মসূচির কথা জানান।
জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি প্রফেসর দেবাশীষ দেবনাথের উপস্থিতিতে সংগঠনের সাধারণ সম্পাদক সুদর্শন শীল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকলেও ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবি মানা হচ্ছে না। দাবি আদায়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আগামী ২ অক্টোবর সারাদেশে একদিনের কর্মবিরতি পালন করবে।