নিরাপত্তাহীনতায় পরিবার
স্বাধীন মত প্রকাশ করায় ইউকে প্রবাসী আখতার হোসাইন জাহেদকে হত্যার হুমকি
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৬ অপরাহ্ণ
সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ঘোড়াডুম্বুর নিবাসী যুক্তরাজ্য প্রবাসী আখতার হোসাইন জাহেদকে মামলা ও হত্যার হুমকি দিয়েছে শান্তিগঞ্জ উপজেলা যুবলীগ নেতা একই গ্রামের তার চাচা অমিত হাসান রায়েছ।
গতকাল এ রিপোর্টারকে আখতার হোসাইন জাহেদের মা আনোয়ারা বেগম জানান, গত ৭ অক্টোবর ২০২২ ইংরেজি লেখাপড়ার উদ্দেশ্যে তার ছেলে ইউকে পাড়ি জমান। এরপর থেকে তিনি তার এক মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করে আসছেন। কিন্তু গত দুই মাস ধরে তাকে বিভিন্ন ভাবে হেনস্তা করে আসছে উপজেলা যুবলীগ নেতা অমিত হাসান রায়েছ। তিনি জানান, এর ধারাবাহিকতায় গত ২৩ সেপ্টেম্বর সকালে যুবলীগ নেতা অমিত হাসান রায়েছ দ্বিতীয় দফায় উপজেলা ছাত্রলীগ নেতা আদনান হোসাইনকে সাথে নিয়ে আমার বাড়িতে এসে আমাকে গালমন্দ শুরু করে এবং বলে তোমার ছেলে আখতার হোসাইন জাহেদ বিদেশে বসে বেশি বাড়াবাড়ি শুরু করেছে। যা সীমার বাইরে চলে যাচ্ছে। সে স্যোসাল মিডিয়ায়, ফেসবুকে সরকার বিরোধী প্রচার-প্রচারণা চালিয়ে জনসাধারণের কাছে সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। একইভাবে সে আওয়ামীলীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধেও ফেসবুকে অনবরত লেখালেখি করছে। তাকে থামাও, না হয় তার বিরুদ্ধে আমি থানায় মামলা করব, আর না হয় সে যখন দেশে ফিরবে তাকে আমি গলা কেটে হত্যা করব। এসময় রায়েছ তাকেও বিভিন্ন ভয় দেখিয়ে আসে।
আনোয়ারা বেগম আরো জানান, একইভাবে অমিত হাসান রায়েছ গত ২৪ জুলাই তার বাড়িতে গিয়ে তাকে এমন হুমকি দিয়েছে এবং ইউকে বসবাসরত তার ছেলেকেও সে ফোনে একই হুমকি দিয়েছে বলে তার ছেলে আখতার হোসাইন জাহেদ জানিয়েছেন।
এ বিষয়ে তিনি শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়রি করার জন্য গেলে পুলিশ তার অভিযোগ গ্রহণ করেনি। তার ধারণা রায়েছ প্রভাবশালী ও সরকার দলীয় লোক হওয়ার কারণে পুলিশ তার অভিযোগ নেয়নি।
এমন পরিস্থিতিতে আনোয়ারা বেগম বলেন, আমার ছেলে সে তার স্বাধীন মত প্রকাশ করেছে। সেটা কি অপরাধ? এহেন প্রাণনাশের হুমকিতে আমি অত্যন্ত উদ্বিগ্ন এবং আমি ও আমার মেয়ে একা বাড়িতে চরম নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠার মধ্যে রয়েছি।