পরমাণু বিজ্ঞানী ড. খলিলুর রহমান আর নেই
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশের কৃতি সন্তান বিশ্ববিখ্যাত পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. খলিলুর রহমান আর নেই।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বনানী ডিওএইচএসে নিজ বাসায় তিনি মৃত্যু বরণ করেন বলে নিশ্চিত করেছেন প্রয়াতের আত্মীয় শিক্ষক আব্দুল মতলিব। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।
রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ড. খলিলুর রহমানের জানাযার নামাজ মৌলভীবাজার শহরতলিতে তাঁর নিজগ্রাম বাহারমর্দান জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে।
অধ্যাপক ড. খলিলুর রহমান সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রতিষ্ঠাতা সাবেক বিভাগীয় প্রধান এবং দেশের একজন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী। তিনি সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে শিক্ষকতা করেছেন।
ড. খলিলুর রহমানের বিখ্যাত কয়েকটি থিসিস আমেরিকার বড় বড় জার্নালে প্রকাশিত হয়েছে ও নাসার গবেষণায় অংশ নিয়েছেন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। সোলার কোকার আবিষ্কার করে তাক লাগিয়েছিলেন বিশ্বময়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. শামীম আরা বেগম জানান, বার্ধক্যজনিত কারণে অধ্যাপক ড. খলিলুর রহমান মৃত্যু বরণ করেছেন। আমরা রসায়ন বিভাগ পরিবার উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার শান্তি কামনা করছি।
অধ্যাপক শামীম আরা বেগম জানান, অধ্যাপক ড. খলিলুর রহমান ১৯৯০ থেকে ২০০২ সাল পর্যন্ত রসায়ন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান ছিলেন। কর্মজীবনে শাবি থেকে অবসর নেয়ার পর সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, মাত্র বারো দিন আগেই ড. খলিলুর রহমানের বড় ভাই মেজর খালেদুর রহমান মারা যান। গত ১১ সেপ্টেম্বর বার্ধক্যজনিতকারণে মৃত্যু বরণ করেন মেজর খালেদুর রহমান।