১৩ ফুট লম্বা অজগর উদ্ধারের পর লাউয়াছড়ায় অবমুক্ত
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের কমলগঞ্জ এলাকার একটি চা বাগান থেকে প্রায় সাড়ে ১৩ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী চা বাগানের ১ নম্বর সেকশন থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
সাপটি সুস্থ থাকায় সকালে কমলগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যানের অবমুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেন উদ্ধারের দায়িত্বে থাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের টিম এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা।
বন বিভাগ জানায়, ফুলবাড়ি চা বাগানের মহাব্যবস্থাপক লুৎফুর রহমান ফোন দিয়ে জানান, বাগানের ১ নম্বর সেকশনের পাশে একটি অজগর সাপ আছে। পরে বন বিভাগ সাপটিকে উদ্ধার ও অবমুক্ত করে।
বন বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া অজগরটি প্রায় সাড়ে ১৩ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের। খাবারের সন্ধানে প্রায় সময় এভাবে লোকালয়ে সাপ চলে আসে। শুধু সাপ নয়, অন্য প্রাণীরাও এভাবে চলে আসছে বলে তিনি জানান।