বাংলাদেশ খেলাফত মজলিস জুড়ী উপজেলা শাখা পুনর্গঠন
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ৮:০৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ খেলাফত মজলিস জুড়ী উপজেলা শাখা পুনর্গঠন করে নতুন সভাপতি মাওঃ ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক মাও হাবিবুর রহমান।
১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিসের জুড়ী উপজেলা শাখার পূনঃগঠন বৈঠক অনুষ্ঠিত হয়েছে উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতী মাওঃ মুফতী হাবিবুর রহমান কাসেমী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, বৈঠকে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ২৩/২৪ সাংগঠনিক সেশন এর জন্য মাওলানা ফারুক আহমেদ সভাপতি এবং মাও হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জুড়ী উপজেলা কমিটি পুন: গঠন করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার দায়িত্বশীল ও সদস্যবৃন্দ। পরিশেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহ এর শান্তি এবং কারাবন্দী সংগঠনের মহাসচিব মজলুম জননেতা আল্লামা মামুনুল হক সহ সকল উলামায়ে কেরাম এর মুক্তি কামনা করে মুনাজাত করা হয়।