বাংলাদেশ যুব ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা আহবায়ক রুপক, সদস্য সচিব সুব্রত
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ৯:০৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার ২৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাপস কান্তি বল স্বাক্ষরিত এক স্মারকপত্রে পূর্বের কমিটি বিলুপ্ত করে রুপক কান্তি গোসামীকে আহ্বায়ক ও সুব্রত সরকার রাজকে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার ২৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন, সদস্য রিপন কান্তি দে,রজত কান্তি দাশ, মুকুল রয়, খোকন চন্দ্র পাল, চমক আচার্য ইমন, রূপক রায়, মলয় দেবনাথ, বিমল দেবনাথ, সুজন রায়, জগদীশ দাশ, কিশোর দেব, রূপক কান্তি ধর, সিদ্ধার্থ চক্রবর্তী মানস (রাজনগর), ভানু দেবনাথ, উত্তম রায়, পিপলু দাস, গবিন্দ মল্লিক, বাপন কান্তি পাল, রাজীব সূত্রধর, তাপস কুমার ঘোষ ও সজীব রঞ্জন বাড়াইক।
নবগঠিত আহবায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন এবং দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।