ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ-সামাজিক জীবন মানোন্নয়নে গৃহপালিত পশু পাখি বিতরণ
প্রকাশিত হয়েছে : ৭ সেপ্টেম্বর ২০২৩, ৬:০৬ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ- সামাজিক জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত অনুদান হিসেবে গরু, ছাগল, হাঁস মুরগিসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল শ্রীমঙ্গল প্রাঙ্গণে গুরু, ছাগল, হাঁস মুরগি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অনুমিত হিসাব সর্ম্পকিত কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ আলহাজ্ব ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুস ছালাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক।
অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে গরু, হাঁস, মুরগির ও ছাগরের ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।
জানাযায়, অনুষ্ঠানে ৬৯ জনের মাঝে ১টি করে ষাড়, ঘর নির্মাণের জন্য ৪টি করে আরসিসি পিলার, ৫টি ঢেউ টিন ও ১৬০টি ইট, ৩৪৫ জনের মাঝে ২০টি করে হাঁস, ৩৪৫ জনের মাঝে ২০টি করে মুরগি মোট ৬৯০ জনের মাঝে হাঁস মুরগী, হাঁস মুরগী রাখার জন্য ১টি করে ঘর, এবং হাওর অঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পে ১০০ জনের মাঝে ২টি করে মোট ২০০টি ছাগল বিতরণ করা হয়েছে।