সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী ইন্তেকাল করেছেন
প্রকাশিত হয়েছে : ৭ সেপ্টেম্বর ২০২৩, ২:০৫ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য প্রতিমন্ত্রী এডভোকেট এবাদুর রহমান চৌধুরী ইন্তেকাল করেছেন। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকার ইবনেসিনা হাসপাতালে তিনি দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি এক বিজ্ঞপ্তিতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
এবাদুর রহমান চৌধুরী বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য বর্ষীয়ান রাজনীতিবীদ ছিলেন। বড়লেখা জুড়ি মৌলভীবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের সাবেক ত্রান ও দুর্যোগ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বড়লেখার সাংবাদিক কাজী রমিজ জানান, কিংবদন্তি রাজনীতিবিদ সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট এবাদুর রহমান চৌধুরীর প্রথম জানাযার নামাজ আজ (বুধবার) বাদ মাগরিব ঢাকার লালামাটিয়া সি ব্লক জামে মসজিদ ও দ্বিতীয় জানাযা নামাজ আগামীকাল (বৃহস্পতিবার) সকালে মৌলভীবাজার শহরে টাউন ঈদগাহ এবং তৃতীয় জানাযার নামাজ আগামীকাল সকাল ১১টায় বড়লেখা পিসি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে গাংকুল ঈদগাহ সংলগ্ন কবরস্থানে লাশ দাফন সম্পন্ন হবে।
১৯৮৮ সালে প্রথমার চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী বাংলাদেশের একজন আইনজীবি ও রাজনীতিবিদ ছিলেন। তিনি একাধারে সংসদ সদস্য, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ছিলেন।
সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী জন্মগ্রহণ করেন মৌলভীবাজারে। সক্রিয় রাজনীতি শুরু করেন ঊনসত্তরের গণঅভ্যুত্থান থেকে। ১৯৮৮ সালে প্রথমার চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। চারদলীয় জোট সরকারের আমলে খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পারিবারিক জীবনে ব্যক্তি এবাদুর রহমান চৌধুরী চারকন্যার জনক।