জাতীয় শোক দিবস উপলক্ষে রাজনগরে আলোচনা সভা ও গণভোজ
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৩, ১:৫৬ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করেছে বঙ্গবন্ধু জাতীয় স্মৃতি পরিষদ রাজনগর উপজেলা শাখা।
সোমবার (২৮ আগষ্ট) দুপুরে মৌলভীবাজারের রাজনগর উপজেলা অডিটেরিয়ামে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ রাজনগর উপজেলা শাখার সভাপতি ও মনসুরনগর ইউপির সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন।
প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আবাহনী সমর্থক গোষ্ঠী’র সভাপতি শিল্পপতি মোঃ জিল্লুর রহমান, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-মহিলা সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন, ৬নং টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, ৪নং পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা।
বক্তব্য রাখেন ৭নং কামারচাক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ৩নং মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান রাহেল আহমেদ, যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম কয়ছর, জাতীয় শ্রমিকলীগ মৌলভীবাজার জেলা শাখা’র সহ-সভাপতি কয়েছ আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু, রাজনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ খান, আওয়ামীলীগ নেতা ফজর আলী ও আব্দুল মনাফ প্রমুখ।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
বক্তারা ১৫ আগষ্টের পলাতক সব খুনিদের দেশে এনে শাস্তি কার্যকর করার দাবী জানান। সেই সাথে দলের সুবিধাভোগীদের কোনঠাসা করে তৃণমূলের আদর্শের কর্মীদের দলের গুরুত্বপূর্ণ স্থানে বসাতে হাইকমান্ডের প্রতি আহ্ববান জানান।
বক্তারা বলেন, জাতীর জনককে নিষ্ঠুর ভাবে খুন করে খুনিরা ব্যাক্তি শেখ মুজিবকে খুন করতে পারলেও আদর্শিক মুজিব দেশে কোটি কোটি অনুসারীদের চিন্তায় চেতনায় বিরাজমান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে এসেছেন তার মূলমন্ত্র ছিল জাতীর জনকের আদর্শ। জাতীর জনকের আদর্শের পথে আমাদেরকে সামনে আরও পথ পারি দিতে হবে।
আলোচনা শেষে দোয়া মাহফিল পরবর্তী গণভোজে কয়েক হাজার মানুষ অংশ নেন।